ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যাত্রী ও পরিবহন নিয়ে ডুবোচরে আটকে আছে ফেরি 'কপোতী'

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
যাত্রী ও পরিবহন নিয়ে ডুবোচরে আটকে আছে ফেরি 'কপোতী' প্রতীকী ছবি

মাদারীপুরঃ কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের মাঝে পদ্মায় প্রায় হাজার খানেক যাত্রী ও পরিবহন নিয়ে ডুবোচরে আটকে পরেছে 'কপোতী' নামের একটি কেটাইপ ফেরি।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী আসার পথে টার্নিং পয়েণ্টের ডুবোচরে আটকে যায়।

ফেরিতে অবস্থানরত যাত্রী কাজী আমিনুল ইসলাম জানান, রাত সাড়ে আটটার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যায় কপোতী নামের ফেরিটি।

মাঝ পদ্মা পার হবার পরই ফেরিটি ডুবোচরে আটকে যায়। এখন পর্যন্ত ফেরিটি ডুবোচর মুক্ত হতে পারে নি। ফেরি পরিবহন ছাড়াও প্রায় এক হাজার যাত্রী রয়েছে। দীর্ঘ সময়েও ফেরিটি উদ্ধারের কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। এদিকে দীর্ঘ সময় মাঝ পদ্মায় আটকে থেকে দূর্ভোগে পড়েছে ফেরির নারী ও শিশু যাত্রীরা।

বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমেদ আলী বলেন, 'ফেরি কপোতী ডুবোচরে আটকে পরার প্রায় দেড় ঘন্টা পর রাণীক্ষেত নামের একটি ডাম্প ফেরি আটকে পড়ার খবর পেয়েছে। ডুবোচর মুক্ত করতে পদক্ষেপ নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।