ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দারিদ্র্যমুক্ত দেশ গড়তে তথ্য অধিকার নিশ্চিত করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
দারিদ্র্যমুক্ত দেশ গড়তে তথ্য অধিকার নিশ্চিত করতে হবে তথ্য কমিশনের প্রধান গোলাম মরতুজা আহমদ

হবিগঞ্জ: তথ্য কমিশনের প্রধান ও সাবেক তথ্য সচিব গোলাম মরতুজা আহমদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়ন ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে সবার আগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে হবে।

বর্তমান সরকার এ তথ্য অধিকার নিয়ে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করায় জনগণ এর সুফল ভোগ করতে শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (২৬ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ‘তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরীক্ষণ’ বিষয়ক জেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।