ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
বাঘাইছড়িতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিশন চাকমা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ আগস্ট) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউপিডিএফ’র সশস্ত্র গ্রুপের নেতা চিক্যাধন চাকমার নেতৃত্বে একদল সদস্য উপজেলার বঙ্গলতলী এলাকায় এসে কান্তি চাকমার ছেলে জেএসএস সংস্কার  সমর্থিত (এমএন লারমা গ্রুপ) মিশনকে ঘর থেকে ডেকে এনে পিঠিয়ে হত্যা করে পালিয়ে যায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, লোকমুখে আমরা ঘটনার খবর শুনেছি।

ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।