ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সলঙ্গায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
সলঙ্গায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৩৫) এক গরুর ব্যাপারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাস চালকসহ ছয় জন। 

বুধবার (২২ আগস্ট) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সিরাজগঞ্জের উপ-সহকারী পরিচালক (ডিএডি) জ্যোতির্ময় রায় বাংলানিউজকে জানান, গরুর ব্যাপারীদের নিয়ে রাজশাহীমুখি একটি ট্রাক হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গার চড়িয়া কামারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাস চালকসহ ট্রাকের ছয় যাত্রী আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বরে সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে মারা যান এক গরুর ব্যাপারী। প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ডিএডি জ্যোতির্ময়।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ