ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ভোলায় কারাগারে ৪৫৪ বন্দির ঈদ উদযাপন 

ছোটন সাহা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
ভোলায় কারাগারে ৪৫৪ বন্দির ঈদ উদযাপন  ভোলা কারাগার

ভোলা: ভোলা জেলা কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ বছর কারাগারে ৪৫৪ জন বন্দির ঈদুল আজহা উদযাপন করছেন।

বুধবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন মসজিদ এলাকার মাহামুদুল হাসান ঈদের জামাতের ইমামতি করেন।

বন্দিদের মধ্যে ৩৯২ জন হাজতি ও ৬২ জন কয়েদি রয়েছে। এদের মধ্যে ১৬ জন নারীও রয়েছে।

ভোলা জেলা কারাগারের জেলার মো. মাসুদ হাসান জুয়েল বাংলানিউজকে জানান, কারাগারে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে বন্দিদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সকালে পায়েস ও মুড়ি, দুপুরে সাদা ভাত, আলুর দম, মুরগীর মাংস এবং রাতে পোলাও, গরুর মাংস, মিষ্টি, কোমল পানীয় ও পান-সুপারি দেওয়া হবে। তবে এ ঈদে কোনো বন্দির মুক্তি হয়নি বলেও জানান তিনি।

বন্দিদের মধ্যে বেশিরভাগ মাদক ও নারী-শিশু নির্যাতন মামলার আসামি রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।