ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
সিলেটে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায় সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত, ছবি: আবু বক্কর

সিলেট: সিলেটের শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাতে লাখো মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

আবহাওয়া অনুকূলে থাকায় বুধবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ রাজনৈতিক দলের নেতা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন।

জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় সর্বোচ্চ জামাত আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আলীয়া মাদ্রাসার ময়দানে ও হযরত শাহপরান (রহ.) মাজারের মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া কুদরত উল্লাহ জামে মসজিদে দু’টি জামাত ও সিলেট কালেক্টরেট মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি সিলেট জেলা ও মহানগর এলাকায় ১ হাজার ৪৫৩ মসজিদ-ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে দেশেবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এরপরই নগরের ২৭টি ওয়ার্ডে ৩৬টি নির্ধারিত স্থানসহ বিভিন্ন জায়গায় পশু কোরবানি শুরু হয়। যত্রতত্র পশু কোরবানি ঠেকাতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে মোবাইল কোর্ট নামানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।