ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ঈদ জামাতে দেশবাসীর শান্তি ও উন্নয়ন কামনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
ময়মনসিংহে ঈদ জামাতে দেশবাসীর শান্তি ও উন্নয়ন কামনা ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদের জামাত, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে যথাযথ ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

আবহাওয়া অনুকূলে থাকায় বুধবার (২২ আগস্ট) সকাল ৮টায় শহরের ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায়ে ময়দানে মুসল্লিদের ঢল নামে।

এছাড়া সকাল ৯ টায় একই ময়দানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। তবে দ্বিতীয় জামাতে মুসল্লির সংখ্যা কম ছিল।  

পরে নামাজ শেষে দেশেবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। এছাড়া শহরের বিভিন্ন এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  

জামাত শুরুর আগে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য দেন- ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান ও পৌর মেয়র মো. ইকরামুল হক টিটু।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।