ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় দুই বাসের চাপায় প্রাণ গেল হেলপারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
বরগুনায় দুই বাসের চাপায় প্রাণ গেল হেলপারের

বরগুনা: বরগুনা-বরিশাল মহাসড়কে দুই বাসের চাপায় সাইফুল নামে এক বাসের হেলপার (সহকারী) নিহত হয়েছেন।

বুধবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে বরগুনা পৌরসভার টাউনহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুলের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধাল মোড় গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা রনি নামে এক ব্যক্তি হানিফ পরিবহনের একটি চলন্ত বাসের চাবি জোর করে নিতে গিয়ে বাসটি সামনের দিকে এগিয়ে যায়। এসময় রাস্তার ওপরে পার্কিং করা ইসলাম পরিবহনের হেলপার সাইফুল বাস থেকে নামতে গিয়ে দুই বাসের চাপায় পরে ঘটনাস্থলেই মারা যান।  

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বাংলানিউজকে বলেন, যেহেতু বাসের চালক গাড়ি চালাচ্ছিল, সেখানে দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী চাকলই। দুর্ঘটনায় হানিফ পরিবহন বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।