ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে ইজিবাইক চালক হত্যা, ২ ছিনতাইকারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
গোপালগঞ্জে ইজিবাইক চালক হত্যা, ২ ছিনতাইকারী আটক আটক তিন ছিনতাইকারী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে হাত-পা ও মুখ বেঁধে পানিতে ফেলে বিজয় মোল্যা (১৫) নামে ব্যাটারিচালিত ইজিবাইক চালককে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় ইজিবাইকসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ আগস্ট) দিনগত রাতে জেলার মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দিতে এ ঘটনা ঘটে। নিহত বিজয় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার চাপিকান্দি গ্রামের মৃত খলিল মোল্যার ছেলে।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, দুই ছিনতাইকারী যাত্রী সেজে মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরের ভাঙ্গা যাওয়ার জন্য বিজয়ের ইজিবাইক ভাড়া করে। ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দিতে পৌঁছালে ছিনতাইকারীরা বিজয়কে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশের একটি খালে ফেলে দেয়। পরে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ ওই দুই ছিনতাইকারীকে আটক করে। পরে ওই স্থান থেকে বিজয়ের মরদেহ উদ্ধার করে।

বুধবার (২২ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।