ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে ঈদ জামাতে দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
ফেনীতে ঈদ জামাতে দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে ঈদের জামাত, ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। 

আবহাওয়া অনুকূলে থাকায় বুধবার (২২ আগস্ট) সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে ১০ হাজারেরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। জামাতের ইমামতি করেন ফেনীর আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।

নামাজ শেষে দেশেবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

ফেনীর স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার(এসপি) এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনীর পৌর মেয়র আলা উদ্দিনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেন।

এছাড়া ফেনী বড় জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায়, জহিরিয়া মসজিদে সকাল সোয়া ৭টায়, জিএ একাডেমি স্কুল মাঠে সকাল সোয়া ৮টায়, স্টেশন মসজিদে সকাল সোয়া ৮টায়, সার্কিট হাউজ মসজিদে সকাল ৮টা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।