ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাভারে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
সাভারে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

সাভার: সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. মারুফ খান (২২) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

মঙ্গলবার (২১ আগস্ট) সন্ধ্যায় সাভার পৌরসভার রাজাবাড়ী মহল্লায় হামলার শিকার হন তিনি।  
 
নিহত মারুফ পৌরসভার নামাগেন্ডা মহল্লার আতাউর রহমান আলমগীরের ছেলে।

তিনি ঢাকা কমার্স কলেজের ছাত্র।  

মারুফের এক বন্ধু জানান, সন্ধ্যায় মারুফসহ তারা কয়েকজন বন্ধু রাজাবাড়ি এলাকায় ঘুরতে যান। এসময় পূর্ব শত্রুতার জের ধরে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা শুভ, মঞ্জু ও শ্যামলসহ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী মারুফকে ছুরিকাঘাত করতে থাকে। একপর্যায়ে তাদের (মারুফ ও তার বন্ধুদের) চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যান। পরে আহত মারুফকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় পরে মারুফকে রাজধানীর সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।