ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রিমিয়ার ব্যাংকের টাকা লুটের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
প্রিমিয়ার ব্যাংকের টাকা লুটের ঘটনায় মামলা প্রিমিয়ার ব্যাংকের লোগো

ঢাকা: রাজধানীর বাড্ডা লিঙ্ক রোড সংলগ্ন প্রিমিয়ার ব্যাংকের একটি শাখায় অস্ত্রের মুখে ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২১ আগস্ট) রাতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার রাহাত আলম বাদী হয়ে বাড্ডা থানায় মামলাটি (নম্বর-১৮) দায়ের করেন।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন্স) ইয়াসিন গাজী মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই ব্যাংক ভবনের তিন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে থানায় আনা হয়েছে।

ওই ভবনের আশপাশের দোকানপাট ও অন্যান্য ভবনের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

সোমবার (২০ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে অস্ত্রধারী এক যুবক ব্যাংকে ঢুকে ক্যাশ কাউন্টার থেকে ২৩ লাখ টাকা ছিনিয়ে নেন।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
পিএম/এসআই

** অস্ত্রের মুখে প্রিমিয়ার ব্যাংকের ২৩ লাখ টাকা লুট

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।