ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে ৬১ স্থানে পশু জবাই, সন্ধ্যায় বর্জ্য অপসারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
কক্সবাজারে ৬১ স্থানে পশু জবাই, সন্ধ্যায় বর্জ্য অপসারণ .

কক্সবাজার: কক্সবাজার পৌরসভায় কোরবানির পশু জবাইয়ের জন্য ৬১টি স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোরবানি শেষে সন্ধ্যা ৬টায় সব বর্জ্য অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করেছে কক্সবাজার পৌরসভা।

মঙ্গলবার (২১ আগস্ট) কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার ৬১টি স্থানে পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। পাশপাশি এদিন সন্ধ্যা ৬টার মধ্যে শহরের সব বর্জ্য অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করেছি।

বর্জ্য অপসারণে জন্য ১৮৩ জন শ্রমিক কাজ করবেন। ময়লা আবর্জনা ও জবাই করা পশুর উচ্ছিষ্ট সরিয়ে নেওয়ার জন্য পৌরসভার ৪টি ট্রাকের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আরও ৬টি ট্রাক দিয়েছে। নির্ধারিত স্থানে পশু জবাই ও বর্জ্য অপসারণের মনিটরিং করার জন্য নিজ নিজ এলাকার কাউন্সিলরদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পৌরসভা সূত্র জানায়, কক্সবাজার শহরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কোরবানি দেবেন পশ্চিম কুতুবদিয়া পাড়া বায়তুশ শরিফ ফোরকানিয়া মাদরাসার মাঠে, পশ্চিম কুতুবদিয়া পাড়া বায়তুর রিদুয়ান জামে মসজিদ সংলগ্ন মাঠে, মধ্যম কুতুবদিয়া পাড়া বড় মসজিদ সংলগ্ন মাঠে, সমিতি পাড়া বাজার মাঠে, মধ্যম কুতুবদিয়া পাড়া বায়তুশ শরিফ মজিদের পশ্চিমে খোলা মাঠে ও ফদনার ডেইল কেন্দ্রীয় মসজিদের কাছের মাঠে।
 
দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কোরবানি দেবেন উত্তর নুনিয়ছড়া তিন রাস্তার মোড়, রাশিয়ান ফিশারী হাজী হাছন আলী স্কুল মাঠে, উত্তর নুনিয়রছড়া আর্মি মাঠে, ফিশারী ঘাট তৈয়্যাবিয়া মাদরাসা মাঠে, এয়ারপোর্ট পাবলিক হাই স্কুল মাঠে, পূর্ব নতুন বাহারছড়া কবরস্থান মাঠে ও বড় কবরস্থান মাঠে।

তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কোরবানি দেবেন বেলায় কানাইয়া বাজারে, কস্তুরাঘাটে, নূরপাড়া মাঠে ও বড়বাজারে।

চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কোরবানি দেবেন পেশকার পাড়া চৌমুহনীতে, টেকপাড়া বায়তুশ শরিফ মসজিদ সংলগ্ন জনকল্যাণ মাঠে, টেকপাড়া বড় পুকুর পাড়ে, বার্মিজ স্কুল মাঠে ও ফুলবাগ কালভার্টের ওপর পশু জবাই করতে পারবে।

পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কোরবানি দেবেন, এস এম পাড়া আমি হোসেন প্রাথমিক বিদ্যালয় মাঠে, শহীদ তিতুমীর ইনস্টিটিউট মাঠে, হোসেনিয়া হেফজখানা ও এতিমখানা মাঠে, আলীর জাহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসা মাঠে ও জেলা পশু সম্পদ কর্মকর্তা কার্যালয় মাঠে।

ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কোরবানি দেবেন, ডিককুল হাজীর মক্তব মাঠে, পেতা সওদাগর পাড়া মসজিদের পাশের মাঠে, সিকদার পাড়া সাইক্লোন সেন্টার মাঠে, সাহিত্যিকা পল্লী স্কুল মাঠে, হাসেমিয়া মাদরাসার মাঠে ও দক্ষিণ সাহিত্যিকা পল্লী দারুল উলুম মাদরাসা মাঠে।

সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দেবেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস মাঠে, এবিসি স্কুল মাঠে, রহমানিয়া মাদরাসার সংলগ্ন মাঠে, বশর ড্রাইভারের মাঠে ও পূর্ব পাহাড়তলীর মাঠে।

আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দেবেন, বায়তুশ শরফ স্কুল মাঠে, সিঅ্যান্ডবি কলোনি মাঠে, বায়তুল ইজ্জত মসজিদ মাঠে ও বিবি হাজেরা জামে মসজিদের কাছে।

নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবেন ঘোনার পাড়া জামে মসজিদ মাঠে, মোহাজের পাড়া মাঠে, বাদশা ঘোনা মসজিদ সংলগ্ন মাঠে, খাজা মঞ্জিল জামে মসজিদ মাঠে ও পূর্ব ঘোনার পাড়ার সমাজের মাঠে।  
 
১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দেবেন মোহাজের পাড়া মসজিদ সংলগ্ন মাঠে, সিরাজ নাজির সড়ক মোড়ে, জলিল চত্বর মাঠে ও আইপিবি মাঠে।  

১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দেবেন বাহারছড়া ফোরকানিয়া মাদরাসার মাঠে, গণস্বাস্থ্য কেন্দ্র মাঠে, দক্ষিণ বাহারছড়া গোল চত্বরে, কাউন্সিলর কোহিনুর ইসলামের বাড়ির কাছে ও সিরাজ নাজির সড়কে।  

১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কলাতলী প্রাইমারি স্কুল মাঠে, সৈকত পাড়া গণপূর্ত খেলার মাঠে, আদর্শ গ্রাম এবং লাইট হাউস পাড়া কিন্ডার গার্টেনের কাছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
টিটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।