ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে কোরবানির জন্য প্রস্তুত ৮ হাজার পশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
খাগড়াছড়িতে কোরবানির জন্য প্রস্তুত ৮ হাজার পশু কোরবানির পশুর হাট (ফাইল ফটো)

খাগড়াছড়ি: ঈদুল আজহায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৮ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। গত বছর জেলায় ৭ হাজার ৫শ পশু কোরবানি হয়েছিল। এ বছর আরও বাড়বে বলে ধারণা করছে জেলা প্রাণিসম্পদ অফিস।

মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শেখ আব্দুল মান্নান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

শেখ আব্দুল মান্নান বলেন, জেলার ৯ উপজেলায় ছোট-বড় প্রায় সাড়ে ৫শ’ খামার রয়েছে।

তাই স্থানীয়ভাবে কোরবানির পশুর চাহিদার জোগান দিচ্ছেন খামারিরা। দামও নাগালের মধ্যে। তবে পানছড়ি উপজেলায় আঞ্চলিক দলগুলোর আধিপত্যের জেরে খাগড়াছড়িতে কোনো পশু  আসতে পারছে না। এমনকি পানছড়িতেও ঢুকতে পারছে না। স্থানীয়দের মতে পানছড়ির পশু বিভিন্ন বাজারে উঠলে দাম আরও কমতো।

পানছড়ি পশুর হাটের ইজারাদার জুলফিকার আলী বাংলানিউজকে জানান, ‘গত বছরের তুলনায় এবার অর্ধেক পশু বাজারে উঠেছে। দামও কম। রাস্তায় নিরাপত্তা নেই। চাঁদাবাজি ও আঞ্চলিক দলগুলোর অব্যাহত হুমকির কারণে বাইরের ব্যবসায়ীরাও আসতে পারছেন না।

খাগড়াছড়ির হাটের ইজারাদার মো. জামাল হোসেন জানান, ‘এ বছর বাজারের সব পশু স্থানীয় খামারিদের। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরাও এখান থেকে পশু নিয়ে যাচ্ছেন।  

এবার খাগড়াছড়ির ৯ উপজেলার ২৬টি হাটে পশু কেনাবেচা হচ্ছে। পশুর রোগ নির্ণয়ে ১৪টি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান জামাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।