ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে চা-রুটি খেয়ে অচেতন ১৩ গরু ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
মুন্সিগঞ্জে চা-রুটি খেয়ে অচেতন ১৩ গরু ব্যবসায়ী

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদরে একটি দোকানে চা-রুটি খেয়ে ১৩ গরু ব্যবসায়ী অচেতন হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়, বাকি দুইজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ আগস্ট) মধ্যরাতে মুক্তারপুর বিসিক গরুর হাটের পাশে চায়ের দোকানে এ ঘটনা ঘটে। অচেতন হওয়া গরু ব্যবসায়ীরা সবাই মানিকগঞ্জ থেকে গরু বিক্রয়ের উদ্দেশ্যে মুক্তারপুর বিসিক হাটে আসে।

 

মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরের দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুহাম্মদ মুরাদ হোসেন বাংলানিউজকে জানান, অচেতন হওয়া ১৩ জনের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে খাদ্যের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে কিছু খাওয়ানো হয়েছে।
 
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় ওই দোকানদারকে আটক করা হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ