ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক ঢাকা-আরিচা মহাসড়ক

ঢাকা, ধামরাই: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর থেকে বারবাড়িয়া প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত মহাসড়কের দুই পাশে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২১ আগস্ট) সকালে বৃষ্টির কারণে যানচলাচল কিছুটা ধীরগতি থাকলেও বেলা বারার সঙ্গে সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে যানচলাচল স্বাভাবিক হয়ে যায়।

যাত্রীবাহী বাসের চালক মো. হামিদ বাংলানিউজকে বলেন, নবীনগর এলাকায় কিছুটা যানজট থাকলেও বর্তমানে রাস্তায় কোনো যানজট নেই।

রাস্তায় যানজট থাকলে ইনকাম কম হয়। ঈদে সামনে রেখে যতো গাড়ি চালাবো ততি ইনকাম বাড়বে।

বাসস্ট্যান্ডে ডিউটি চলাকালীন সময় ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ বাংলানিউজকে বলেন, সকালে বৃষ্টি হওয়াতে যান বাহনের চাপ কিছুটা বেশি ছিল। এখন রাস্তায় যানবাহনের কোনো চাপ নেই। যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বাংলানিউজকে বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে ইসলামপুর থেকে বারবাড়িয়া পর্যন্ত কোনো ধরনের যানজট নেই। আর প্রতিটি স্ট্যান্ডে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে, যেকোনো পরিস্থিতি সামলাতে আমরা সর্বদাই প্রস্তুত।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।