ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

শীতলক্ষ্যায় ভাসলো ৩ ফেরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
শীতলক্ষ্যায় ভাসলো ৩ ফেরি ফেরির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দর খেয়াঘাটে ঈদের আগেই ভাসলো তিনটি ফেরি। ঈদের পরপরই আরও দু’টি ফেরি ভাসবে। এখানে সব সময় চারটি ফেরি সচল থাকবে এবং একটি বিকল্প হিসেবে থাকবে। কোনো ফেরি বিকল হয়ে পড়লে বিকল্প ফেরি নামানো হবে।

মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে বন্দর খেয়াঘাটে এ ফেরির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।

তিনি বলেন, বন্দরবাসীকে এটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার।

আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন আর আমার দেহে প্রাণ থাকে তাহলে কিছুদিন পরপরই আমি আপনাদের নতুন নতুন উন্নয়নের খবর দেব। এ কারণে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। কারণ তাকে প্রধানমন্ত্রী বানালে আগামী ৫ বছরে দেশ আরও ২৫ বছর এগিয়ে যাবে। ফেরি।  ছবি: বাংলানিউজএ সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, বন্দর থানা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।