ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩ দুর্ঘটনাকবলিত বাস। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী লোকাল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল সড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রোজিনা বেগম (২৫) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে।

তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বর্নি গ্রামের বাসিন্দা।  

আহতদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ৭ জনকে পাঠানো হয়েছে। ৯ জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদপুরের ভাংগা হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad