ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় মায়া বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মঠবাড়িয়া নেওয়ার পথে তিনি মারা যান।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাছেরখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মায়া বেগম উপজেলার নাচনাপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।

মায়া বেগমের ভাইয়ের ছেলে মো. হাসিব তালুকদার বাংলানিউজকে জানান, সকালে পাথরঘাটা পৌরশহরের ভাড়া বাসা থেকে তার ছেলে সাইফুলের সঙ্গে মোটরসাইকেলে মায়া বেগম নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তারা মাছেরখাল এলাকায় পৌঁছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে রাস্তার ওপর পড়ে গিয়ে মায়া বেগম মাথায় আঘাত পান। তাকে ‍উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মঠবাড়িয়া নেওয়ার পথেই তিনি মারা যান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।