ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘলাইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘলাইন যানবাহনের দীর্ঘ লাইন। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নৌরুট পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমেই বেড়ে যাচ্ছে যানবাহনের ওই লাইন। একসঙ্গে অধিক গাড়ির চাপ পড়ে যাওয়ায় যানবাহনের এমন দীর্ঘ লাইন বলে ধারণা সংশ্লিষ্টদের।

মঙ্গলবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টা পর্যন্ত নৌরুট পারের অপেক্ষায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ৪ শতাধিক যানবাহন অপেক্ষামান রয়েছে। এর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা ১১০টি, ছোট গাড়ি দুই শতাধিক এবং গরুবোঝাই ফেরত ট্রাকের সংখ্যাও শতাধিক।

পাটুরিয়া ফেরিঘাট থানা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভোর থেকে নৌরুট পারের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন ক্রমেই বড় হচ্ছে। একসঙ্গে অতিরিক্ত গাড়ির চাপ পড়ে যাওয়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। তবে নদীতে প্রচণ্ড স্রোতে কারণে ফেরি চলাচলে ধীরগতি হওয়ায় নৌরুট পারাপারে সময় লাগছে বেশি। এতে করে নৌরুট পারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮ 
কেএসএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad