ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জঃ বৈরী বাতাসের কারণে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ।

সোমবার (২০ আগস্ট) রাত ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-ট্রাফিক) ফরিদ উদ্দিন আহম্মেদ লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যার পর থেকে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। ফলে রাতে দুর্ঘটনা এড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সারা রাতই বন্ধ থাকবে। তবে মঙ্গলবার (২১ আগস্ট) সকাল থেকে লঞ্চ চলাচল পুনরায় শুরু হবে বলে জানান তিনি। রাতে যাত্রীদের ফেরিতে পারাপার হওয়ার অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়ঃ ২৩২৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
কেএসএইচ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।