ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যু ক্লিনিক মালিকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যু ক্লিনিক মালিকের জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে চিকিৎসা অবহেলায় নবজাতক শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ক্লিনিক মালিককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ আগস্ট) রাতে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ওলিউজ্জামান এ আদেশ দেন।

সাজার আদেশপ্রাপ্ত ক্লিনিকের নাম বেলকুচি ইউনাইটেড জেনারেল হসপিটাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী দোলা খাতুন ইউনাইটেড জেনারেল হসপিটালে সিজার করতে আসেন। ২টার দিকে তার অপারেশন করেন ডা. ফারহানা সামাদ। এরপর জন্ম নেওয়া নবজাতক শিশুটি অসুস্থ হয়ে পরে। তবে ওই হাসপাতালে ডিউটিতে কোন চিকিৎসক না থাকায় বিকেলে নবজাতক শিশুটি মারা যায়।

এ ঘটনায় নবজাতকের স্বজনেরা ওই হাসপাতালের বিরুদ্ধে ইউএনও ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর অভিযোগ করেন। রাতে ওই হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

বেলকুচি ইউএনও মো. ওলিউজ্জামান জানান,  অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়। ডিউটি চিকিৎসক না থাকায় ওই নবজাতকের মৃত্যু হয়। এছাড়াও স্বাস্থ্যসেবার নামে নানা রকম অনিয়মের অভিযোগে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। হাসপাতালের ম্যানেজার শাহরিয়ার সোহাগ জরিমানার টাকা পরিশোধ করেন।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।