ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সদরঘাটে লঞ্চের চাপায় থেতলে গেলো গার্মেন্ট শ্রমিকের পা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
সদরঘাটে লঞ্চের চাপায় থেতলে গেলো গার্মেন্ট শ্রমিকের পা আহত রিয়াজ হোসেন, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর সদরঘাটে লঞ্চের চাপায় মো. রিয়াজ হোসেন (১৯) নামের এক গার্মেন্ট শ্রমিকের দু’পা থেতলে গেছে।

সোমবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত রিয়াজ বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জ নয়ামাটি এলাকায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন তিনি। সন্ধ্যায় গ্রামের বাড়ি পটুয়াখালী দশমিনা দক্ষিণ আদমপুরে যাওয়ার উদ্দেশ্যে সদরঘাটে আসেন। সেখানে কামাল-১ লঞ্চের জন্য আপেক্ষ করছিলেন। এসময় অন্য একটি লঞ্চ পাড়ে ভিড়াতে গেলে চাপায় পড়ে তার দু’পা থেতলে যায়। তাৎক্ষণিভাবে অাশরাফ অালী নামে এক সিএনজিচালক তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক ( এএসআই) বাবুল মিয়া জানান, অাহত রিয়াজ জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।