ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জ সড়ক দুর্ঘটনায় ওসিসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
কিশোরগঞ্জ সড়ক দুর্ঘটনায় ওসিসহ আহত ৪

নীলফামারী: দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আহত হয়েছেন চারজন। 

সোমবার (২০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার ভিন্নজগত সড়কের দর্জিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কিশোরগঞ্জ থানার ওসি হারুন-অর-রশীদ (৫০), তার মোটরসাইকেল চালক রিয়ন মিয়া (৩২), অপর মোটরসাইকেলের চালক একরামুল হক (৩০) ও আরোহী রবিউল ইসলাম (৩৫)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থানার ওসি হারুন-অর-রশীদ সাদা পোশাকে হেলমেন্ট ছাড়াই তার ব্যক্তিগত সহকারী মোটরসাইকেল চালক রিয়নকে নিয়ে মোটরসাইকেলে করে ভিন্নজগত যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে অপর দু’জন আরোহী মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জ উপজেলা শহরের দিকে আসছিলেন। পথে ভিন্নজগত সড়কের দর্জিপাড়া এলাকায় পৌঁছলে দুই মোটরসাইকেলের মুখিমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।  

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আহতদের প্রথমে কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসাপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।