ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

খুলনায় ট্রেনে কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
খুলনায় ট্রেনে কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

খুলনা: খুলনায় ট্রেনের নিচে কাটা পড়ে সরদার আব্দুস সাত্তার নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত আব্দুস সাত্তারের বাড়ি ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামে।

সোমবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর জোড়াগেট কোরবানির পশুর হাট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানায়, আব্দুস সাত্তার জোড়াগেট হাটে গরু বিক্রি করে ডুমুরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। হাটের পাশে রেললাইনের ওপর দাঁড়িয়ে তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা,  আগস্ট ২০, ২০১৮
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।