ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত, ৭০ হাজার টাকা খোয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
রাজধানীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত, ৭০ হাজার টাকা খোয়া হাসপাতালে চিকি‍ৎসা নিচ্ছেন আহত জাফর। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর দৈনিক বাংলা মোড়ে আবু জাফর (৩২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

সোমবার (২০ আগস্ট) রাত ৮টা দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আবু জাফর বলেন, ফকিরাপুল বড় মসজিদের পাশে একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি। এ এলাকায় এ জেট প্রিন্টার্স নামে এক প্রেসে অপারেটর হিসেবে চাকরি করেন। এর পাশাপাশি গার্মেন্টস স্টক লটের ব্যবসা করেন।

তিনি বলেন, উত্তরা থেকে ব্যবসায়িক ৭০ হাজার টাকা নিয়ে সিএনজি করে দৈনিক বাংলা মোড়ে আসেন। পরে সিএনজি থেকে নেমে ভাড়া পরিশোধ করার সময় হঠাৎ অপরদিক থেকে একটি সিএনজি করে তিনজন ছিনতাইকারী তার বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সঙ্গে থাকা ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যান।

জাফরের দাবি, ওই ব্যাগে তার ৭০ হাজার টাকা ছিল। মঙ্গলবার (২১ আগস্ট) তিনি এ টাকা নিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য দেশের বাড়ি মানিকগঞ্জে যাওয়ার কথা ছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বাংলানিউজকে জানান, আহত জাফরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ