ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক পুলিশের হাতে আটক রোহিঙ্গা তরুণী, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সোনিয়া (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহমান মুকুল বাংলানিউজকে জানান, খবর পেয়ে বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সোনিয়া নামে এক তরুণীকে আটক করা হয়েছে।

এসময় তার সঙ্গে পাসপোর্ট করিয়ে দেওয়ার জন্য একজন সহযোগীও ছিলেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সহযোগী পালিয়ে যায়।  

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী মায়ানমারের নাগরিক বলে স্বীকার করেন। তবে তার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।