ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদ মঙ্গলবার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদ মঙ্গলবার  ঈদের নামাজ শেষে দুই শিশুর কোলাকুলি (ফাইল ফটো)

লক্ষ্মীপুর: সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হবে মঙ্গলবার (২১ আগস্ট)।

জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ ঈদুল আযহা উদযাপন করবেন।  

সকাল ৮টায় জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও তালিমুন কোরান নুরানী মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জামাত শেষে ধর্মপ্রাণ মুসলিমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দেবেন।  

মাওলানা ইসহাক (র.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ গত ৩৮ বছর যাবত পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।