ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়পুকুরিয়া খনির এমডি হলেন ফজলুর রহমান

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
বড়পুকুরিয়া খনির এমডি হলেন ফজলুর রহমান

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পেট্রোবাংলার জেনারেল ম্যানেজার (জিএম) ফজলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২০ আগস্ট) পেট্রোবাংলা এক অফিস আদেশে তাকে বড়পুকুরিয়া খনির এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ফজলুর রহমান এক সময় বড়পুকুরিয়া কয়লাখনির পার্শ্ববর্তী মধ্যপাড়া কঠিন শিলা খনির জিএম (মার্কেটিং) হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই বড়পুকুরিয়া খনির ইয়ার্ড থেকে প্রায় ২৩০ কোটি টাকার ১ লাখ ৪৪ হাজার টন কয়লা উধাও/পদ্ধতিগত লোকসানের বিষয়টি ধরা পড়লে খনির ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমদকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়। সে সঙ্গে বড়পুকুরিয়া খনির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া (অতিরিক্ত দায়িত্ব) হয়েছিল পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরী ও পরে কামরুজ্জামনকে। সোমবার বড়পুকুরিয়া খনির নতুন এমডি হিসেবে ফজলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-প্রশাসন) সানাউল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।