ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তারাকান্দায় ভিজিএফের ৮৮৩ বস্তা চাল উদ্ধার, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
তারাকান্দায় ভিজিএফের ৮৮৩ বস্তা চাল উদ্ধার, আটক ১ চালের বস্তা (ফাইল ফটো)

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ভিজিএফের (ভার্নারেবল গ্রুপ ফিটিং) ৮৮৩ বস্তা চাল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় হক মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) বিকেলে র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) হাফিজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অতি দরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ আগস্ট) দিনগত রাত ১২ টার দিকে উপজেলার উত্তর বাজারে এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ৮৮৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় আড়তদার হক মিয়াকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad