ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিকেলে মুক্তি পেলেন আরও ৪ শিক্ষার্থী

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
বিকেলে মুক্তি পেলেন আরও ৪ শিক্ষার্থী

কেরানীগঞ্জ (ঢাকা): নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গ্রেফতার হওয়া আরও চার শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সবমিলিয়ে এ ঘটনায় গ্রেফতার হওয়া ৪২ শিক্ষার্থীর মধ্যে ২২ জন কারামুক্তি পেলেন। 

সোমবার (২০ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)  থেকে তারা মুক্তি পান। মুক্তিপ্রাপ্তরা হলেন-ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র রিসালাত ফেরদৌস ও আমিনুল হক বায়েজিদ, আইইউবি’র ছাত্র বায়েজিদ আদনান এবং এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র সাবেদ আহমেদ।

 

এর আগে রোববার (১৯ আগস্ট) রাতে নয়জন ও সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে আরো নয়জন কারাগার থেকে মুক্তি পান।  

কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম বাংলানিউজকে বলেন,  জামিনের কাগজ পাওয়ার পর আরো চারজনকে মুক্তি দেয়া হয়েছে। এনিয়ে দুইদিনে মুক্তি দেয়া হলো ২২ জন শিক্ষার্থীকে। বাকিদের জামিনের কাগজ এখনো কারাগারে পৌঁছায়নি। কাগজ পেলেই তাদের মুক্তি দেওয়া হবে।
এর আগে রোববার একাধিক ম্যাজিস্ট্রেট আদালতে মোট ৪২ শিক্ষার্থীর জামিন হয়। নিরাপদ সড়কের আন্দোলনে আওয়ামী লীগ অফিসে হামলা, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে এরা বাড্ডা, ভাটারা, ধানমন্ডিসহ বিভিন্ন থানার মামলায় গ্রেফতার হয়েছিলেন।

** জামিন মিললো নিরাপদ সড়ক আন্দোলনের আরও ৩ শিক্ষার্থীর

** রাতে মুক্তি লাভ করেন নয়জন।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।