ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রাকই তাদের ভরসা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
ট্রাকই তাদের ভরসা! বাস না পেয়ে ট্রাকের চড়েই গন্তব্যে ছুটছেন ঘরমুখো মানুষ

ঢাকা: সময় যত গড়াচ্ছে গাবতলীতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী মানুষের ভিড় ততই বাড়ছে। তাই তো সিডিউল বাস ছাড়াও চলছে বাড়তি পরিবহন। বাদ যাচ্ছে না ট্রাকও। রাজধানীর ভেতর দাপিয়ে বেড়ানো লোকাল বাসগুলোও এখন যাত্রীদের দূরপাল্লার বাহন।

সোমবার (২০ আগস্ট) দুপুরের পর থেকে গাবতলীতে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। অনেকে লোকাল বাসে চেপে চলছেন নিজ গন্তব্যে।

গাবতলীতে গরু নিয়ে আসা ট্রাক ফেরার পথে যাত্রীবাহী ট্রাকে পরিণত হয়েছে।
বাস না পেয়ে ট্রাকের চড়েই গন্তব্যে ছুটছেন ঘরমুখো মানুষ
গাবতলী থেকে পাটুরিয়ায় ঘাট দেড়শো করে হাঁকছেন ট্রাক চালকের সহকারী। আর তাতে হুড়মুড়িয়ে ট্রাকে উঠে পড়ছেন যাত্রীরা। নারী যাত্রীরাও বাদ যাচ্ছেন না!

তবে এবার প্রশাসনের তৎপরতায় গাবতলীতে জটলা কম। যে গাড়ি কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে সেটি দ্রুতই গাবতলী ব্রিজ পার হয়ে চলে যাচ্ছে নিজ গন্তব্যের দিকে। অন্যদিকে এখনো কিছু পরিবহনের টিকিট পাওয়া যাচ্ছে নির্ধারিত কাউন্টারে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ