ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গরু মোটা-তাজাকরণ ইঞ্জেকশন দেওয়ায় পশু চিকিৎসকের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
গরু মোটা-তাজাকরণ ইঞ্জেকশন দেওয়ায় পশু চিকিৎসকের জেল দণ্ডপ্রাপ্ত দুই ডাক্তার ও জব্দ ওষুধ/ছবি: বাংলানিউজ

ঢাকা: স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন দিয়ে গরু মোটা-তাজা করার অপরাধে রাজধানীর গাবতলী গরুর হাটে দুই ভুয়া পশু চিকিৎসককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ আগস্ট) দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র রহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, ইঞ্জেকশন দিয়ে গরু মোটা-তাজাকরণের দায়ে দুই ভুয়া চিকিৎসককে এক বছর করে এবং দুই গরু ব্যবসায়ীকে দু’মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে প্রাথমিকভাবে দণ্ডপ্রাপ্তদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, দুই ভুয়া পশু চিকিৎসকের কাছ থেকে প্রচুর পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। স্টেরয়েড দেওয়া গরুগুলো বাজার থেকে প্রত্যাহার করে কোথাও বিক্রি না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।