ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শায়েস্তাগঞ্জে ডাকাত আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
শায়েস্তাগঞ্জে ডাকাত আটক 

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জানে আলম (২০) নামে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে রাবিয়া খাতুন (৪০) নামে এক নারী আহত হয়েছেন। 

সোমবার (২০ আগস্ট) ভোরে উপজেলার সুরাবই গ্রামে এ ঘটনা ঘটে। আটক আলম লাখাই উপজেলার সিংহগ্রামের কাছুম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সুরাবই গ্রামের আব্দুল করিমের বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত হানা দেয়। আব্দুল করিম, তার স্ত্রী এবং চার সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটে নেয় তারা। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন রাবিয়া খাতুন।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় আলমকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে গণপিটুনি দিয়ে ডাকাত আলমকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় আহত রাবিয়া হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, স্থানীয়রা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad