ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে ৭ খুনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
খাগড়াছড়িতে ৭ খুনের ঘটনায় মামলা

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে দুটি সন্ত্রাসী হামলায় সাতজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

রোববার (১৯ আগস্ট) রাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র সরকার বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটো বাংলানিউজকে বলেন, নিহত ব্যক্তিদের পরিবারগুলোর পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় রোববার (১৯ আগস্ট) রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
এর আগে শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ির স্বণির্ভর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ৬ জন নিহত হয়। এ সময় আহত হয় আরও তিনজন। নিহতদের মধ্যে তিনজন ইউপিডিএফ সমর্থিত সংগঠনের নেতা। বাকীরা সাধারণ পথচারী। একই দিন সকাল ১১টার দিকে খাগড়াছড়ির পেরাছড়া এলাকায় গ্রামবাসীদের নিয়ে ইউপিডিএফ একটি মিছিল বের করলে সেখানে সন্ত্রাসী হামলা হয়। এ সময় হুরোহুরি করে পালাতে গিয়ে আরও একজন মারা যান।
 
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।