ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদকবিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদকবিক্রেতা নিহত

ফেনী: ফেনীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মামুন মোর্শেদ (৩৫) এবং মো. আল আমিন (২৫) নামে দুই মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এসময় ইয়াবা ট্যাবলেট, পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে।

সোমবার (২০ আগস্ট) ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরে চেকপোস্ট বসানো হয়।

এসময় মোটরসাইকেল দুই মাদকবিক্রেতার সঙ্গে র‍্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ওই দুই মাদকবিক্রেতা গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় নিহতদের ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ২৪ হাজার,৭শ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি জব্দ হরা হয়।

র‍্যাব-৭, ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হবে। জব্দ হওয়া মাদকদ্রব্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এসএইজডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।