ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে ব্রিফ করা হলো কূটনীতিকদের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
রোহিঙ্গা ইস্যুতে ব্রিফ করা হলো কূটনীতিকদের

ঢাকা: রোহিঙ্গা ইস্যু, রাজনৈতিক পরিস্থিতি, ছাত্র আন্দোলন ইত্যাদি বিষয়ে ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের ব্রিফিং করেছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

রোববার (১৯ আগস্ট) আয়োজিত ব্রিফিংয়ে ১০টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদেশি কূটনীতিকদের মধ্যে বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক তাদের ব্রিফিং করেছেন।

ব্রিফিংয়ে সম্প্রতি মিয়ানমারের রাখাইন সফরের বিষয়ে অবহিত করা হয়েছে। এছাড়া সদ্য ঘটে যাওয়া ছাত্র আন্দোলনসহ রাজনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের ব্রিফিং করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়মিত কার্যক্রম। সে অনুযায়ী রোববার এ ব্রিফিংয়ের  আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
টিআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।