ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

ঢাকা: রাজধানীর নিউ ইস্কাটন রোডে মাইক্রোবাসের ধাক্কায় আবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত পৌনে ৯টায় তার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) তমেজউদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।

স্থানীয়দের বরাত দিয়ে  এসআই তমেজউদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে নিউ ইস্কাটন এলাকার সড়কে দৌড়ে রাস্তা পার হচ্ছিলেন আবুল হোসেন। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরনে ছিল সাদা পাঞ্জাবি ও চেক লুঙি।

এসআই আরও জানান, মাইক্রোবাসসহ চালক সৈকতকে আটক ও ময়না-তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।