ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গরুর নাম ‘ময়নাপাখি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
গরুর নাম ‘ময়নাপাখি’ শখের ‘ময়নাপাখি’র পাশে মনির মিয়া

লক্ষ্মীপুর: জমজমাট হয়ে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ই জানান দিচ্ছে বেচা-বিক্রির অবস্থা। লক্ষ্মীপুরের পশুর হাটেও উঠেছে প্রচুর কোরবানির পশু। এর মধ্যে ‘ময়নাপাখি’ নামের একটি গরু ক্রেতাদের মধ্যে কৌতুহলের সৃষ্টি করেছে।

রোববার (১৯ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর পশুর হাটে ময়নাপাখি-কে ঘিরে ক্রেতাদের বেশ আনাগোনা দেখা যায়।

গরুর মালিক লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ গ্রামের মনির মিয়া জানান, ময়নাপাখির দাম চেয়েছেন ১ লাখ ৮০ হাজার টাকা।

উঠেছে ১ লাখ ৩০ হাজার। তবে দেড় লাখ হলে বিক্রি করে দেবেন বলে জানান।

গরুর এমন নামের বিষয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরে গরুটি লালন-পালন করছেন। ছোট থেকেই গরুটি খবুই শান্ত প্রকৃতির হওয়ায় নাম রাখা হয়েছে ময়নাপাখি।  

তবে আদর করে রাখা ময়নাপাখিকে টাকার প্রয়োজনেই বিক্রি করছেন। যদিও বিষয়টি তার কাছে খুবই যন্ত্রণাদায়ক বলে জানান মনির মিয়া।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এসআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad