ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকশীগঞ্জে সচিবের মামলায় চেয়ারম্যান পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
বকশীগঞ্জে সচিবের মামলায় চেয়ারম্যান পলাতক উদ্ধার হওয়া ভিজিএফ’র চাল

জামালপুর: কালো বাজারে ভিজিএফ’র চাল বিক্রির অভিযোগে কামালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান ফারুক ও ইউপি সদস্য সাইফুল ইসলামসহ চারজন এবং অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) রাতে কামালপুর ইউনিয়নের সচিব মফিজ দুলাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

রোববার (১৯ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান।

আসামিরা হলেন- লালচান মিয়া, ফজলুল হক, গোলাম মওলা ও সোরহাব আলী।

ওসি আসলাম বাংলানিউজকে জানান, কালো বাজারে চাল বিক্রির উদ্দেশে কামালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান ফারুক ও ইউপি সদস্য সাইফুল ইসলাম চাল মজুদ করেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কামালপুর ইউনিয়নের দুইটি স্থান থেকে ৭৫ বস্তা চাল উদ্ধার করে। এ ঘটনায় রাতেই কামালপুর ইউনিয়নের সচিব মফিজ দুলাল বাদী হয়ে ছয়জনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান ফারুক, ইউপি সদস্য সাইফুল ইসলামসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।

শনিবার (১৮ আগস্ট) দুপুরে কার্ডধারী চাল বঞ্চিতরা মানববন্ধন করে। পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭৮ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ