ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু  ডুবে যাওয়া রাঙামাটির ঝুলন্ত সেতু। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে গেছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু। রোববার (১৯ আগস্ট) বিকেলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ সেতুটি ডুবে যায়। 

এদিকে, বিকেল থেকে পাহাড়ি ঢল নামতে শুরু করলে কাপ্তাই নদীর পানি বাড়তে থাকে। এতে ২ ফুট পানির নিচে তলিয়ে যায় সেতুটির পাটাতন।

তবে এখনো পর্যন্ত সেতুর উপর পর্যটকরা চলাচল করছে।  

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বড়ুয়া বাংলানিউজকে জানান, সেতুর উপর ২ ফুটের উপর পানি বাড়লে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে। সেতুর পাটাতন তলিয়ে যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হবে বলেও যোগ করেন তিনি।  

উল্লেখ্য, আশির দশকের দিকে দু’টি পাহাড়ের মাঝখানে তৈরি করা হয় রাঙামাটির আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি। প্রতি বছর বর্ষা মৌসুমে ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ