ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
নাটোরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫  সংঘর্ষে আহতরা। ছবি: বাংলানিউজ

নাটোর: টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে নাটোর সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ১২ জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  


আহতরা হলেন- সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত লবু সরদারের ছেলে ফজলুর রহমান (৪০), নবী সরদার (৪২), রেজাউল সরদার (৩৫), আলতাফ সরদার (৩৫), একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল সরদার (২০), রেজাউল সরদারের স্ত্রী মীরা সরদার (২৪), নবীর উদ্দিন শাহর ছেলে বাবলু শাহ (৫৫), নবীর উদ্দিনের মেয়ে নুর নাহার (৩০), আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ (১৬), আয়নাল সরদারের ছেলে কামরুল সরদার (২৫), সদর উপজেলার কৃষ্টপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে সোহাগ (১৮) ও সদর উপজেলার হুগোলবাড়ীয়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী সাবিনা খাতুন (২৫)।

এদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় রেজাউল সরদার ও নবী সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের টিউবওয়েল বসানো নিয়ে মিস্ত্রি আব্দুর রাজ্জাক ও বাবলু শাহর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।  

একপর্যায়ে আব্দুর রাজ্জাক ক্ষিপ্ত হয়ে বাবলু শাহর ওপর হামলা চালায়। এ সময় বাবলু শাহর সমর্থকরা ঘটনাটি দেখতে পেয়ে তাদের থামাতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।  

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ১২জনকে এবং বাকিদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। দুইজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ