ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি ঝালকাটির ফেসবুক পেজের স্ক্রিনশট।

ঝালকাঠি: ঝালকাঠি জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে অফিসের কর্মচারীর কাছে টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন ডিসি মো. হামিদুল হক। 

রোববার (১৯ আগস্ট) সকালে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পাশাপাশি জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক আইডিতে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছে।

 

জেলা প্রশাসক মো. হামিদুল হক বাংলানিউজকে বলেন, ‘আমার ব্যবহৃত সরকারি ০১৭০৫৪১১০০০ নম্বরটি ক্লোন করে সকাল সাড়ে ১০টার দিকে অফিসের দু’জন কর্মচারীর মোবাইলে কল দেওয়া হয়। এর মধ্যে একজনের কাছে টাকা চাওয়া হয় ও অপরজনের কাছে অন্য বিষয়ে বলা হয়। ’

তিনি বলেন, ‘কল দিলেও ওই নম্বরের শুরুতে শূন্য ছিলো না। এ নিয়ে সন্দেহের সৃষ্টি হলেই মূলত তখনই বিষয়টির জানাজানি হয়। পরে তাৎক্ষণিক বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। ’ 

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) করা হবে বলেও জানান জেলা প্রশাসক হামিদুল হক।  

এদিকে জেলা প্রশাসকের ফেসবুক পেজে পৃথক দুটি স্ট্যাটাসে বলা হয়েছে, ‘‘জেলা প্রশাসক ঝালকাঠির অফিসিয়াল নম্বর ০১৭০৫৪১১০০০ ক্লোন হয়েছে। এই নম্বরের সামনে ‘০’ ব্যতিত কোনো কল এলে কোনো বিষয় কথা বললে তা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। ’

অপর স্ট্যাটাসে বলা হয়েছে, ‘ডিসি ঝালকাঠির অফিসিয়াল নম্বর ০১৭০৫ ৪১১ ০০০ ক্লোন হয়েছে। এই নম্বর থেকে কোনো অপ্রাসঙ্গিক কথা বললে গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। ’

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।