ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাস্তবতার কারণেই যাত্রীরা ট্রেনের ছাদে ওঠেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
বাস্তবতার কারণেই যাত্রীরা ট্রেনের ছাদে ওঠেন ব্রিফিংয়ে কথা বলছেন জাবেদ পাটোয়ারী/ছবি: বাংলানিউজ

ঢাকা: ট্রেনের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদশক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী। ট্রেনের ছাদে যাত্রী ওঠা নিয়ে আইজিপি বলেন, বাস্তবতার কারণে অনেক সময় যাত্রীরা ট্রেনের ছাদে ওঠেন। আমরা যাত্রীদের প্রাধান্য দেই, তবে সেটা নিরাপত্তার মধ্যেই।

রোববার (১৯ আগস্ট) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

ড. জাবেদ পাটোয়ারী বলেন, বছরের অন্য সময়ের তুলনায় ঈদের সময় ট্রেনে যাত্রী সংখ্যা বেড়ে যায়।

এসময় বাস্তবতার কারণে অনেকে ট্রেনের ছাদে উঠে বাড়ি ফেরেন। ইজতেমার সময় ঠিক একই পরিস্থিতি তৈরি হয়, তখনও মানুষ ছাদযোগে যাত্রা করে।  

‘ছাদে উঠে যাওয়া কাম্য নয়, এটা বাস্তবতার কারণে হয়। আমরা অবশ্যই যাত্রীদের প্রাধান্য দেই, তবে সেটা নিরাপদে। এবার যাত্রীদের যাত্রা নিরাপদ করতে অতিরিক্ত ২৩শ অফিসার কাজ করছেন। তারা মলমপার্টি, অজ্ঞানপার্টি, ছিনতাইকারী থেকে যাত্রীদের সার্বিক নিরাপত্তা দিচ্ছেন। ’

তিনি বলেন, ঈদুল আজহায় আমাদের দু’টি চ্যালেঞ্জ। এর একটি কোরবানির পশু অন্যটি ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করা। এসময় প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়ে যায়। তাদের কেউ বাসযোগে, ট্রেনে বা লঞ্চযোগে ঢাকা ছাড়ে। আমরা সবার নিরাপত্তার জন্য কাজ করছি।

রোববার কমলাপুর থেকে মোট ৬৮টি ট্রেন দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে ৩১টি আন্তঃনগর ট্রেন, ৪টি স্পেশাল ট্রেন বাকিগুলো লোকাল ও মেইল সার্ভিস।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।