ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরিবারে ফিরতে চায় জাহিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
পরিবারে ফিরতে চায় জাহিন

সাভার: সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসে পাওয়া জাহিন আলম (১১) তার পরিবারে ফিরতে চায়। সে তার মা-বাবা, নানা-নানির নাম বলতে পারলেও জানে না কোথায় তার ঠিকানা।

গত ২৪ জুলাই রাত ১১টার দিকে যাত্রীবাহী একটি বাসের কয়েকজন যাত্রী তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে রেখে যান।

জাহিন জানায়, সে সাভার থেকে এসেছে নবীনগর যাবে।

কিন্তু নবীনগরের কোথায় যাবে তাও ঠিক করে বলতে পারছে না। তার বাবার নাম মৃত জাহাঙ্গীর আলম, মা মমতাজ বেগম বিদেশে থাকেন। নানা মহিন উদ্দিন, নানি সালমা বেগম। এর বেশি কিছু বলতে পারছে না সে।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, শিশুটি তার ঠিকানা বলতে পারছে না। মা-বাবার নাম বললেও ঠিকানা না জানায় তাকে পরিবারের কাছে পৌঁছে দেয়া যাচ্ছে না। তাই শিশুটিকে আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজধানী মিরপুরের ভবঘুরে আশ্রয় কেন্দ্রে রাখার নির্দেশ দেন। বর্তমানে সেখানেই রাখা হয়েছে তাকে। যদি কেউ তার অভিভাবকের সন্ধান পায় তাহলে আশুলিয়া থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।