ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে রাজশাহী সুগার মিল শ্রমিকদের ধর্মঘট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
বকেয়া বেতনের দাবিতে রাজশাহী সুগার মিল শ্রমিকদের ধর্মঘট অবস্থান ধর্মঘটে রাজশাহী সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: ঈদের আগে বকেয়া বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন রাজশাহী সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।

রোববার (১৯ আগস্ট) সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা কাজে যোগদান না করে অবস্থান ধর্মঘট পালন করেন।  

সকালে মহানগরের হরিয়ান চিনিকলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিক-কর্মচারীরা।

এ সময় তারা ঈদের আগে বকেয়া বেতনের দাবি জানান।  

রাজশাহী সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আফাজ উদ্দিন বাংলানিউজকে জানান, বেতন না দেওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগদান করবেন না। যদিও এখন চিনি উৎপাদনের মৌসুম না হওয়ায় মিলে কাজ কম। তাই বেতন না পেলে শ্রমিক-কর্মচারীরা কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান এ শ্রমিক নেতা।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।