ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুয়াকাটায় স্কুলছাত্রীকে উত্যক্ত করায় এক ব্যক্তির দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
কুয়াকাটায় স্কুলছাত্রীকে উত্যক্ত করায় এক ব্যক্তির দণ্ড

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলোর কুয়াকাটায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগে জসিম মাঝি (৪০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ আগস্ট) কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) আবু সফিয়ান এ দণ্ড দেন। এর আগে শনিবার সকাল ১০টার দিকে কুয়াকাটার তুলাতলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীদের জসিম উত্যক্ত  করেন।

পরে ওই শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জসিমকে আটক করে পুলিশে সোপর্দ করে।

দণ্ডপ্রাপ্ত জসিম কলাপাড়ার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন জেলে।

বাংলাদেশ সময় : ০৫১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।