ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের ফাইল ফটো।

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মিজানুর রহমান মিজান (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হন তিনি।

মিজানুর রহমান হাতীবান্ধা থানায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে বলেন, শুক্রবার সকালে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হলে মিজানুরকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

গত বছর কনস্টেবল পদ থেকে পদন্নতি পেয়ে সহকারী উপ পরিদর্শক পদে পদায়ন পান মিজান। তার এক ছেল, এক মেয়ে ও স্ত্রী নাগেশ্বরীর বাসায় থাকায় পুলিশ মেসেই থাকতেন মিজান।

রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানান ওসি ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।