ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মনোহরদীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
মনোহরদীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলায় বাড়ি পাশের পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার চরমণ্ডলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হলো- ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে মিলি (১০) ও কাউছার আলীর দুই মেয়ে রিক্তা (১১) এবং শিখা (০৯)।

মনোহরদী থানার উপ পরিদর্শক (এসআই) কবির রহমান বাংলানিউজকে বলেন, বিকেলে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। পরে ওই তিন শিশুর বয়স বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এখন তাদের দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।