ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সোমবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
সোমবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির স্বনির্ভর ও পেরাছড়ায় ইউপিডিএফের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে সোমবার(২০ আগস্ট) খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে তিনটি পাহাড়ী সংগঠন।
 

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেন। পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব ও সরকারি ছুটির কথা বিবেচনা করে এই সংক্ষিপ্ত অবরোধের ঘোষণা দেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
 
শনিবার (১৮ আগস্ট)সকালে খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ছয়জন নিহত হন। আহত হয় তিনজন। নিহতদের মধ্যে তিনজন ইউপিডিএফ সমর্থিত সংগঠনের নেতা। এছাড়া সকাল সাড়ে ১০টায় সদরের পেরাছড়া এলাকায় মিছিলে সন্ত্রাসী হামলায় একজন নিহত হন।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।